l Motijheel Model School & College
  • mmsc1980@yahoo.com
  • +880248315092

History

ঐতিহ্যবাহী মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিল থানাধীন, মতিঝিল কলোনিতে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে মূলস্কুলের পাশাপাশি শাখাস্কুল প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে বাসাবোতে স্বভূমিতে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি সন্তোষজনক ফলাফল অর্জন করছে। ১৯৮২ সালে প্রতিষ্ঠানটি ঢাকা বোর্ডে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৯৪ সাল থেকে কলেজ শাখার কার্যক্রম শুরু হয় এবং বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্রী ভর্তি শুরু হয়। গভর্নিং বডিসহ সকল পক্ষের সহযোগিতায় প্রতিষ্ঠানটির অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আমাদের এ প্রিয় প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার শিক্ষার্থী, ২১৬ জন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক এবং ৮৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।  প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান শাখার ব্যবহারিক কার্যক্রম পরিচালনার জন্য পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানের পৃথক পৃথক সুপরিসর বিজ্ঞানাগার (ল্যাব) রয়েছে। এছাড়া একাধিক আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, সমৃদ্ধ লাইব্রেরি, ক্লোজ সার্কিট ক্যামেরা, সেন্ট্রাল সাউন্ড সিস্টেম, বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য হাইভোল্টেজ জেনারেটর এবং সুপরিসর লিফট রয়েছে।