একাডেমিক কার্যক্রম (পাঠদান প্রক্রিয়া):
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাবর্ষের (নির্বাচনি পরীক্ষা পর্যন্ত) সময়কে চার সেমিস্টারে বিভক্ত করা হয়েছে (পাঠ্যক্রম নির্দেশিকায় বিস্তারিত দেওয়া আছে) ।
একাদশ শ্রেণি : ১ম সেমিস্টার ও ২য় সেমিস্টার (বর্ষ সমাপনী) প্রতি সেমিস্টারের বিষয়ভিত্তিক পাঠ্যসূচির অন্তর্গত সকল অধ্যায় নির্দিষ্ট সময়ে শেষ করা হয় ।
দ্বাদশ শেণি : ৩য় সেমিস্টার (প্রাক্-নির্বাচনি ) ও ৪র্থ সেমিস্টার (নির্বাচনি ) সিলেবাসের অন্তর্গত পাঠ্যসূচির অধ্যায়সমূহ পুনরালোচনা শেষে উভয় পত্রের উপর নির্বাচনি পরীক্ষা নেওয়া হয়।
* বোর্ডের নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণি থেকে প্রতিবিষয় প্রথম ও দ্বিতীয় পত্র একত্রে পাঠদান করানো হয় ।
* ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষার ফলের ভিত্তিতে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হয় ।
* নির্বাচনি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় ।

ক্লাসে উপস্থিতি :
শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হয় । ক্লাসে উপস্থিতি ৭৫% এর কম হলে সরকারি নিয়ম অনুসারে নন-কলেজিয়েট ঘোষণা করার বিধান রয়েছে।
গাইড শিক্ষক :
* ছাত্রীদের পাঠোন্নতির মূল্যায়ন এবং শিক্ষা সম্পর্কিত বিষয়সমূহ গাইড করার জন্য ২৫ থেকে ৩০ জন ছাত্রীকে নিয়ে গ্রুপ গঠন করা হয় ।
* সংশ্লিষ্ট গাইড শিক্ষক নিয়মিত তাঁর গ্রুপের ছাত্রীদের কলেজে উপস্থিতি ও পড়াশোনার বিষয়ে তদারকি করেন এবং তার অগ্রগতি সম্পর্কে অভিভাবককে প্রতি মাসে অবহিত করেন, প্রয়োজনে অভিভাবকদের নিয়ে আলোচনা ও পরামর্শ করে থাকেন ।
* অভিভাবক ইচ্ছা করলে গাইড শিক্ষকের নিকট সংরক্ষিত রেকর্ড বুক থেকে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত মোট ক্লাস, উপস্থিতি, অনুপস্থিতি, শ্রেণি পরীক্ষার নম্বর, সেমিস্টার পরীক্ষার নম্বর ইত্যাদি দেখে শিক্ষার্থী সম্পর্কে পূর্ণ ধারণা নিতে পারেন ।

* শাখা : ব্যবসায় শিক্ষা
* শাখা নির্বাচন : ব্যবসায় শিক্ষা শাখা হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার যে কোনো একটি ।
* ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীর জন্য বিষয়সমূহ :
আবশ্যিক বিষয় :
১. বাংলা
২. ইংরেজি
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ।
(যে কোন ৩টি বিষয় )
৪. পৌরনীতি ও সুশাসন
৫. অর্থনীতিন
৬. সমাজকর্ম
৭. ভূগোল
৮. যুক্তিবিদ্যা
ঐচ্ছিক বিষয় (যে কোন ১টি)
৯. ক) ইসলাম শিক্ষা
খ) মনোবিজ্ঞান
গ) গার্হস্থ্যবিজ্ঞান

ইউনিফরম :
কামিজ : হালকা আকাশি (৩৫/৬৫) ডিজাইন- গলার সাথে লাগানো গোল গলা, হাফ হাতা, আকাশি বেল্ট ;
ওড়না : ক্রস-ওড়না এবং বড় ওড়না (সুতি সাদা)
পাজামা : সাদা
জুতা : হকি কেডস;
চুলের ফিতা : সাদা (চুল দুই বেণি করতে হবে);
এ্যাপ্রোন : সাদা ফুল হাতা দৈর্ঘ্য হাটু পর্যন্ত ;
কার্ডিগান : নেভি ব্লু;
ব্যাজ : প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে;
মনোগ্রাম : প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে;
আইডি কার্ড : প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে;
ব্যাগ : সম্পূর্ণ কালো রঙের;
বি:দ্র: পরিপূর্ণ ইউনিফরম ছাড়া প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয় না । যে কোন ধরনের অলংকার, বাহুল্য পোশাক ও সজ্জা পরিত্যাজ্য ।